উমা
১৪৩১ ইবুকলিস্ট প্রকাশনীর উৎসব সংখ্যা ” উমা” হাতে এল। পত্রিকা হাতে নিয়ে মুগ্ধ হয়ে গেলাম বললে অত্যুক্তি হবে না। একটি গা ছমছমে উপন্যাস রয়েছে আমার। পাতায় পাতায় এমন অলংকরণ, দু’ পাতা জুড়ে উপন্যাসের ছায়াকে অলংকরণের মাধ্যমে তুলে ধরা , মুগ্ধ না হয়ে উপায় নেই। ধন্যবাদ অনির্বাণ ভট্টাচার্য। চমৎকার সম্পাদনা তোমার। এগিয়ে যাও।