গাড়ি চলতে শুরু করতেই ঝোপের মধ্য থেকে পুক করে একটা মানুষ বের হয়ে এল। অন্ধকারে তার মুখ দেখা যাচ্ছে না। কিন্তু গায়ের চিমড়ে গন্ধ ঢাকা পড়েনি। পুরনো তামাকের গন্ধ। এই গন্ধটা বড্ড চেনা।কোথায় পেয়েছে এই গন্ধ? ঠিক তখনই চার্চের বাইরে ঝুলে থাকা আলো থেকে এট্টুখানি টুক করে গাড়ির ভিতরে ঢুকে পড়ল। অমনি দেখা গেল, চিমড়েপনা লোকটির গালে বেদানার দানার মতো একটা আঁচিল। অমনি দিদা ভয়ংকর চমকে উঠতেই হাত থেকে হ্যারিকেন পড়ে গেল। হ্যারিকেন অবশ্য নিভিয়ে রাখাই ছিল।
তারপর? কী হলো তারপর? জানতে গেলে পড়তে হবে সাগরিকা রায়ের কলমে “নরবলির গুহা”…
Teenage angst in the face of a terrible parental marriage is beautifully rendered in this tale of 15-year-old Maisie.