অনিন্দ্য ভুক্ত সম্পাদিত লিবার ফিয়েরা প্রকাশনী থেকে প্রকাশিত কিশোর মনস্ক পত্রিকা ” উড়নচণ্ডী ” হাতে এল। হাতে না নিলে জানতেই পারতুম না উড়নচণ্ডী ঠিক কতটা দুর্দান্ত হয়ে পাঠকের চাহিদা পূরণ করতে তৈরি হয়ে এসেছে। অনেক উপন্যাস, অনেক নভেলা,প্রচুর গল্প নিয়ে হাজির সে। রয়েছে আমার একটি উপন্যাস ” রস রহস্য রসাতল “। পুরো ক্রাইম সাস্পেন্স উপন্যাস। তাহলে ? এবার…?